তরিকুল ইসলাম জেন্টু বগুড়ার আদমদীঘির সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সান্তাহার ইউপির কেল্লাপাড়া ও পান্লা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় খেলার আয়োজন উপলক্ষে এক আলোচনা সভা হয়। টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও সাবেক ছাত্র নেতা কারমান আলী মাস্টারের সভাপতিত্বে ও সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার বাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার জিয়া পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, রেজাউল ইসলাম রেজা, ইউনিয়ন কৃষকদল নেতা শরিফুল ইসলাম ও সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাহফুজুল হক টিকন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে ফাস্ট লিংক সাব্বির প্রান্নাথপুরকে পরাজিত করে টু স্টার কেল্লাপাড়া জয়লাভ করেন।