মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:
‘‘দূনীতির বিরদ্ধে তারুন্যের একতা,গড়বে আগামীর সুদ্ধতা’’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মন্ডল সভাপতিত্বে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিবুল ইসলাম। এসময় ‘দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক এম,এ কাইয়ুম, উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।