সামরিক বাহিনীকে গোলান মালভূমির সিরিয়া-ইসরাইল সীমান্তের বাফার জোন ‘দখলের’ নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার। রোববার (৮ ডিসেম্বর) সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয় দামেস্ক শহরে। বিমানে করে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
এমন সুযোগ নিয়ে ‘বাফার জোন’ দখল করতে আগ্রহী ইসরায়েল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল অধিকৃত এবং সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ টহলদার একটি বাফার জোন রয়েছে। ওই এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সময় তিনি তার বাহিনীকে ওই জোন দখল করার নির্দেশ দেন।
নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সাথে ১৯৭৪ সালের একটি বিচ্ছিন্ন চুক্তি হয়েছিল। বাশার সরকারের পতনের মধ্য দিয়ে ওই চুক্তিও বাতিল হয়ে গেছে। সেজন্য সামরিক বাফার জোন ও তার কাছাকাছি স্থানগুলোর দখলের নির্দেশ দেন বাহিনীকে। এ সময় তিনি আরো বলেন, আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেব না।