সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

রামপাল-মোংলায় কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে.. রামপালে কৃষিবিদ শামীম

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে সন্ত্রাসী, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির পাড় শহীদ মিনার চত্বরে হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি তার বক্তব্যে বলেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জন নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, সন্ত্রাসী জনপদ কায়েম করেছিলেন খালেক তালুকদার। অনেক হিন্দু, সন্ত্রাসীর জনপদ সৃষ্টি করেছে খালেক। হাসিনার চাচাতো ভাই হেলাল, ভাইপো তম্ময় রাষ্ট্র ক্ষমতাকে ব্যাবহার করে লুটপাট করেছে। বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতে দিতো না খালেক। মোংলা বন্দরকে সচল, ইপিজেডকে আরো গতিশীল করা হবে। এ এলাকার ফসল রক্ষায় ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে। সুন্দরবনকে বাঁচাতে হবে। এ এলাকায় সকল মানুষ নির্যাতিত হয়েছেন। দখলবাজ, চাঁদাবাজ প্রতিহত করা হবে। হিন্দুদের কেউ কোন ক্ষতি করলে তাদের এ এলাকায় থাকতে দেয়া হবে না। ন্যায় বিচার নিশ্চিতে, বৈশম্য মুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলা হবে, মাদক নির্মুল করা হবে। তারেক রহমান জনগনের কল্যাণে কল্যাণমুলক রাষ্ট্র গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সবার পছন্দের প্রার্থীদের নেতা নির্বাচন করতে হবে। এ জন্যে সকলকে সাথে নিয়ে কাজ করবে বিএনপি। সবার মতামত নিয়ে ওয়ার্ড থেকে শুরু করে জেলার নেতা নির্বাচন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোষনমুক্ত ও স্বনির্ভর দেশ গঠন করা হবে। হুড়কার জনসভায় বক্তৃতা কালে শামীমুর রহমান এ সব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সহ অধ্যাপক মুক্তাদির হোসেন, সহ অধ্যাপক স. ম গণি, সহ অধ্যাপক মনিরুজ্জামান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, আবিদ মল্লিক, শেখ আ. মজিদ, হাওলাদার রফিকুল ইসলাম, হাওলাদার আল আমিন, প্রদীপ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com