দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: গত ৬ থেকে ৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত এশিয়া
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তায়কোয়ানদো প্রতিযোগিতায়-২৪ইং ভিয়েতনামে সিলভার বিজয়ী রুফাইদা আনসারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ তারকোয়ানদো ইউনিয়ন দুপচাঁচিয়া শাখার আয়োজনে মানববন্ধন করা হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন বগুড়া জেলা শাখা এবং দুপচাঁচিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশিক্ষক ও রুফাইদা আনসারী পিতা লিয়াকত হোসেন রাজা। বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার পরিচালক শিক্ষক শামীম উদ্দীন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন। গত ৬ ডিসেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় খেলাধুলার পাতায় ‘এবার অপসারণ দাবি বিকেএসপির মহা পরিচালকের’শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের তাইকোয়ানদো খেলোয়াড় বগুড়ার কৃতি সন্তান এবং দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রুফাইদা আনসারীকে মুমিত হাসান ব্রাইটের স্ত্রী বলা হয়েছে।এ ঘটনাটি মিথ্যা ও বানোয়াট।এ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে বক্তারা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফেডারেশন এবং ভুয়া তাইকোয়ানদো খেলোয়াড় কল্যাণ সমিতির সকল দুর্নীতিবাজ আওয়ামী লীগ সন্ত্রাসীদের বহিষ্কার এবং দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবি করেছেন।