বর্তমানে বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এরদোয়ান বলেছেন, “বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছেন মাত্র দু’জন। আমি নিজে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমি এটা এজন্য বলছি না যে, এর মধ্যে আমি নিজেও আছি।”
তিনি বলেন, “আমি দীর্ঘ ২২ বছর ধরে ক্ষমতায় আছি, পুতিনের প্রায় কাছাকাছি। অন্যরা চলে গেছেন। এবং আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে।”
রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।
এরদোয়ান আরও বলেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে তিনি খুব সম্মান করতেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, আমাদের প্রতিও তার সম্মান বোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যিই তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন ধরুন- রমজানের সময় তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনও বিয়ার পান করতেন না।
তিনি মুসলমানদের প্রতি খুব সম্মান দেখাতেন।
তুরস্কের নেতা বলেছেন, শ্রোয়েডরের সঙ্গে আমাদের সংলাপ এখনও চলে এবং তিনি মাঝে মাঝে তুরস্ক সফরে এলে তখনও তার সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ-আলোচনা হয়। সূত্র: তাস, তুরান