বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিন মিঠু (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান তিনি।
মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু (৬৫) গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান।
কারাগারের কর্মকর্তারা বলছেন, বুকে ব্যাথা অনুভব করায় রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়। একটি হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৩ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, হাজতি আব্দুল মতিন মিঠু রবিবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।