সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রাথমিকে শিক্ষক নিয়োগে থাকছে না পোষ্য কোটা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪
প্রাথমিকে শিক্ষক নিয়োগে থাকছে না পোষ্য কোটা
প্রাথমিকে শিক্ষক নিয়োগে থাকছে না পোষ্য কোটা

প্রাথমিকের শিক্ষক নিয়োগে পোষ্য কোটা থাকছে না। ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগে বিদ্যমান কোটার পরিবর্তন করে নতুন নিয়মের প্রস্তাব মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে। অন্যান্য সরকারি চাকরির মতো এখানে ৭ শতাংশ কোটা রাখা হবে। তবে, শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষায় দক্ষ করে তুলতে মোট নিয়োগের ২০ শতাংশ বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষকদের জন্য বরাদ্দ রাখা হবে।

বিধান রঞ্জন রায় বলেন, “শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বাড়ানো এখন সময়ের দাবি। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য শিশুদের অক্ষরজ্ঞান অর্জন করানো এবং ভাষা ও গণিতে দক্ষতা তৈরি করা। এ দক্ষতা একজন শিশুকে জ্ঞানার্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করে, যার ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই।”

উপদেষ্টা আরও জানান, শিক্ষার্থীসংখ্যা কম থাকা বিদ্যালয়গুলোকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com