সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

দুপুচাঁচিয়ায় মাদ্রাসা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত, শিক্ষক-শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬
দুপুচাঁচিয়ায় মাদ্রাসা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত, শিক্ষক-শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ
দুপুচাঁচিয়ায় মাদ্রাসা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত, শিক্ষক-শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ্ এয়তেবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন অপরাধের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫/১২/২০২৪ তারিখে তা.মা.৩১(ক)/২০২৪ স্বারক নং এ মাদ্রাসা পরিচালনা পর্ষদের (এডহক) এর সভাপতি ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুল করিম স্বাক্ষরিত এক আদেশ এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাময়িক বরখাস্তের কারণ হিসাবে আদেশ এ উল্লেখ করা হয়েছে অত্র মাদ্রাসার অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমানকে গত ১৮/১১/২০২৪ তারিখে দুইটি কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। একটি “মাদ্রাসায় বিনা অনুমতিতে অনুপস্থিতির কারণ দর্শানো” সংক্রান্ত এবং দ্বিতীয়টি “কতিপয় ছাত্র-ছাত্রী ও এলাবাসী কর্তৃক লিখিত ভাবে দাখিলকৃত বিভিন্ন অপরাধের কারণ দর্শানো” সংক্রান্ত। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের চাকরির শর্তাবলী সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত)-এর বিধি ১৫.ক মতে নোটিশদ্বয়ের ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর বাধ্যবাধকতা থাকলেও গত ২/১২/২০২৪ তারিখের মধ্যে কোন জবাব বা কারণ প্রদর্শন করেননি তিনি। তাই কারণ দর্শানো নোটিশদ্বয়ের জবাব না দেওয়ায় এবং কারণ দর্শানো নোটিশের অসম্মতিতে মহামান্য হাইকোর্টে রির্ট পিটিশন দাখিলের বিজ্ঞ আইনজীবীর যে সার্টিফিকেট গত ২/১২/২০২৪ তারিখে দাখিল করেছেন, তাতে মহামান্য হাইকোর্টের কোন আদেশ না থাকায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণের চাকরির শর্তাবলী সংক্রান্ত প্রবিধান-২০২৩ (সংশোধিত) এর বিধি ১৩ এর একাধিক উপবিধি লঙ্ঘনের দায়ে বিধি ১৪-এর আওতায় অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বিধি ১৫-এর আওতায় কার্যক্রম গ্রহণের স্বার্থে তাঁকে অধ্যক্ষের দায়িত্ব পালনে বিরত রাখা অপরিহার্য প্রতীয়মান হওয়ায় তাঁকে তাঁর চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকালীন সময়ে তিনি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। তাঁর বরখাস্তকালীন সময়ে অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাঃ মোশাররফ হোসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অধ্যক্ষ জি.এম. মোস্তাফিজুর রহমান সাময়িক বরখাস্ত হওয়ায় গত ৮ ডিসেম্বর রোববার দুপুরে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেছেন। এ সময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ মোশাররফ হোসাইন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সহসভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, সদ্য সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান, সাবেক শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, এলাকাবাসী সৈয়দ রুহুল আমিন শাওন, আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, মামুন চৌধুরী, মাহফুজুল হাসান চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com