প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তারেক রহমানের নির্দেশে কাজ করছে বিএনপি
মোংলা প্রতিনিধি
নারীদের রাজনীতিতে সম্পৃক্ত না করলে সমাজ এগিয়ে যাবেনা। নারীদের নিয়ে বিএনপির আগামী কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। তাই তারেক রহমানের নির্দেশে নারীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে উল্লেখ করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, শক্তিশালী রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। অসাম্প্রদায়িক দল বিএনপি সব শ্রেণীর মানুষদের নিয়ে রাজনীতি করে। তাই নারীদের নিয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
শনিবার (৭ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার সদর বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নারীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান ধর্মের কয়েক হাজার নারীরা অংশ নেন।
এ সময় বিএনপি নেতা ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। তাই তারেক রহমানের নির্দেশে সব ধর্মের লোকজনের সাথে সম্প্রতি বজায় রেখে কাজ করছেন তারা। গত ৫আগষ্টের পর মোংলা-রামপালের মন্দির-গির্জা পাহারা দিয়ে সম্প্রতি বজায় রেখেছি। গত ৫আগষ্টের পর বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন ও বিভিন্ন আন্তর্জাতিক চক্র দেশের সম্প্রতি নষ্ট করতে উসকে দিচ্ছে। আমরা তাতে পা দিবোনা।
নারীদের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, নারীরা সংসারে অনেক কষ্ট করেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব নারীদের জন্য তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তারেক রহমান নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার কথা বলেছেন। সেভাবে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, আলতাব হোসেন বাবু, লুৎফর রহমান, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপি নেতা হাওলাদার মুজিবুর রহমান বাবুল ও তরফদার মোতালেব হোসেন।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.