মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

১২০টাকায় পুলিশের চাকরিতে ভাগ্য খুললো

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: চলতি বছর নওগঁায় পুলিশের কনস্টেবল (সোলজার) পদে মাত্র ১২০টাকার আবেদনের মাধ্যমে নিজের যোগ্যতার জোরে পুলিশের চাকরী পাওয়ার মধ্যদিয়ে ভাগ্য খুলেছে ১২০জন বেকার যুবক-যুবতির।

সম্প্রতি পুলিশের কনস্টেবল (সোলজার) পদে নিয়োগ পরীক্ষা ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এই তথ্যটি জানিয়েছেন পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো: কুতুব উদ্দিন। ফলাফল প্রকাশের পরই মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ওই (২৪নভেম্বর) রাতেই উত্তীর্ণ মোট ৭৬জনের নাম ঘোষনা করা হয়।

উত্তীর্ণ ৭৬ জনের মধ্যে ১২ জন মেয়ে ও ৬৪জন পুরুষ রয়েছেন। মুক্তিযোদ্ধা কোটায় ২জন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় ১ জন চাকুরী পেয়েছেন। এছাড়া আরো ৬জনকে অপেক্ষমান তালিকায় রেখে ফলাফল ঘোষনা করা হয়। মেডিকেল ও পুলিশ ভেরীফিকেশন শেষে উত্তীর্ণদের যোগদান করানো হবে।

নিয়োগ প্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। এর আগের নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েও টাকা না থাকায় চাকরি পাননি তারা। তবে এবার মাত্র ১২০টাকা খরচ করেই চাকরি পেয়েছেন।

চাকরি পেয়ে উচ্ছ্বসিত  জুবায়ের আল মামুন বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। সাংসারিক খরচসহ তার পড়ালেখার জন্য মা-বাবা অনেক কষ্ট করেছেন। একটা চাকরির জন্য খুব আশায় ছিলেন। কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই মেধার মাধ্যমে চাকুরি পেয়েছেন বলে খুব খুশি তিনি।

নতুন নিয়োগ পাওয়া কারিনা আক্তার আনন্দে কেঁদে ফেলেন। তিনি বলেন, নিজ যোগ্যতায় চাকরি পেয়ে মা-বাবার মুখে হাসি ফোটাতে পেরেছি। তাদের কষ্ট সফল হয়েছে আজ। পরিবারের সবাই আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমি তাদের মুখে হাঁসি ফোটাতে চাই। সবাই বলে পুলিশে চাকুরি পেতে অনেক টাকা ঘুষ দিতে হয়। আমার মাঝেও তেমন ধারনা ছিল। কিন্তু আমার কোন প্রকার তদবির বা ঘুষ দিতে হয়নি । আমি দেশ ও জাতির সেবা করতে চাই।

সদ্য চাকরি পাওয়া প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার মো: কুতুব উদ্দিন বলেন, কোনো তদবির ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়া হয়েছে। চাকরি পেতে প্রত্যেক প্রার্থীকে মাত্র ১২০ টাকা খরচ করতে হয়েছে। রাষ্ট্রের সেবায় মেধাবী ও দক্ষ পুলিশ জনবল নিশ্চিত করতে পেরে ভালো লাগছে। এসব মেধাবীরা দ্রুত পুলিশের বিভিন্ন কৌশল ও পাঠগুলো আয়ত্ত করতে পারবে। এতে আগের চেয়ে অনেক বেশি দক্ষ পুলিশ বিভাগ গড়ে উঠবে বলে আশা করছি।

 

এদিকে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে নওগঁার পুলিশ সুপার কুতুব উদ্দিন, দু’জন আই.জি.পি প্রতিনিধি ও দু’জন ডি.আই.জি প্রতিনিধি সার্বক্ষনিক উপস্থিত ছিলেন। এছাড়া দালাল ও প্রতারকের খপ্পরে পরে কেউ যাতে আর্থিক লেন-দেন না করেন সে জন্য জেলা জুড়ে প্রচারনা ও গোয়েন্দা বাহিনীর কঠোর নজরদারী অব্যহত ছিলো।

 

 

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com