পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে অফিস হলরুমে এই দিবস হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম নারায়ণ রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সূর্য্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, ইএসডিও সংস্থার ম্যানেজার ওয়ালিউর রহমান, সংস্থার সিডিসি সভাপতি উম্মে কুলসুম, সংস্থার মেডিকেল অফিসার ডা: ফাইজুর রহমান ফাহাদ, ভলেন্টিয়ার লিডার লাইসুর রহমান, সেচ্ছাসেবক সুসমিতা রায় ও জিসান প্রমুখ।
অত্র সংস্থায় বিশেষ সেচ্ছাসেবক কার্যক্রমে অবদান রাখায় ৫ জন ভলেন্টিয়ারকে ক্রেস্ট প্রদান করা হয়।