মো.হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী (নয়াপাড়া) গ্রামে মদের ভাটি বসানোর প্রতিবাদে যুব সমাজের আয়োজনে ও সামাজিক সংগঠন ফুলবাড়ীর আলো এর সৌজন্যে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে নারী নির্যাতন,বাল্য বিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ী সার্কেল মো. ফরহাদ হোসেন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল ইসলাম। এসময় ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.হামিদুল হক, পৌর যুবদলে সদস্য সচিব ও স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মানিক মন্ডল,পৌর বিএনপির সহ-সভাপতি মো. মন্তাজ আলী চৌধুরী, ফুলবাড়ী মাদকাশক্ত নিরাময় কেন্দ্র ‘‘তওবা’’র চেয়ারম্যান ইমদাদ হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মো.আজগার আলী,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি লিমন হায়দারসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মীর মো. আল কামাহ তমাল বলেন, জনগনের রায়ের উপরে কোন রায় নেই। আপনার এলাকাবাসী যেহেতু এই এলাকায় মদের ভাটি বসানোর বিরুদ্ধে। এবং আমরাও তদন্ত করে দেখেছি যে এই এলাকাটি জনবহুল এলাকা। তাই এখানে মদের ভাটি বসানোরা অনুমোতি দেওয়া হবে না।