মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল বারাকাত মোঃ বেলাল উদ্দীনকে কয়েকজন দুস্কৃতকারী তার কার্যালয়ে প্রবেশ করে চাঁদা দাবী, তাকে টেনে হেঁচড়ে মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার আয়োজনে ২ডিসেম্বর সোমবার বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিওঅফিস বাসস্ট্যান্ডে দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ মানবববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ রুবেল, অধ্যক্ষ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক খলিলুর রহমান, প্রধান শিক্ষক মাহমুদুর রশীদ, উপজেলা শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার সভাপতি অধ্যক্ষ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সুপার সাইফুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী জোটের সভাপতি মেহেরুল ইসলাম, সহকারী গ্রন্থাগার তাজুল ইসলাম, ভুক্তভোগী জোহালী মাটাই টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল বারাকাম মোঃ বেলাল উদ্দীন প্রমুখ। মানববন্ধনে কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সকল পর্যায়ে শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ গত ২৫নভেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুবলীগ নেতা হান্নান ফকির, মাটাই গ্রামের শাকিল আহম্মেদ,
কাওসার আলী, আকরাম হোসেন ও সাদেকুল ইসলাম
মাদ্রাসার সুপার আবুল বারাকাত মোঃ বেলাল উদ্দিনের কক্ষে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করে চাঁদা দাবী করে বলে জানান সুপার। এ ঘটনায় মাদ্রাসার সুপার বেলাল উদ্দীন ২৫ নভেম্বর বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দেন এবং ২৭নভেম্বর দুপচাঁচিয়া থানার একটি সাধারণ ডায়েরী করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com