এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে বাগেরহাটে জেলা যুবদল।
রবিবার (১লা ডিসেম্বর) সন্ধ্যায় জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বাগেরহাট শহরের নুরমসজিদ মোড় থেকে আনন্দ মিছিলটি বের করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের রায়ে তারেক রহমান সুবিচার পেয়েছেন। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে ব্যক্তিগত আক্রোশে তাঁকে এ মামলায় জড়িয়েছিলেন। এর মাধ্যমে আধিপত্যবাদী শক্তি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে মাইনাস করার চক্রান্ত করেছিল। কিন্তু আদালতের রায়ে তাদের সে চক্রান্ত ভেস্তে গেছে।
তারেক রহমান সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে তারেক রহমানসহ অন্য আসামীরা বেকসুর খালাস পাওয়ায় বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক। এসময় মোঃ সুমন পাইক বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন। প্রথম তিনটি চার্জ শিটে তারেক রহমানের নাম না থাকলেও শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চাজশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইনবহির্ভূত ছিল। তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন।