কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে ট্রাক ভর্তি ৪২০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ করেছে থানা পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় ওই সার জব্দের তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া ইছাবেলা পেট্রোল পাম্প নামক স্থানে রোববার রাত্র অনুমান-২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৪২০ বস্তা চোরাই ইউরিয়া সার আটক করে ডাসার থানার এস আই সোহাগ। তিনি আরো জানান, স্যার বোঝাই ওই ট্রাকটি বরিশাল থেকে এসেছে। বর্তমান সারগুলো থানা হেফাজতে রয়েছে।
এবিষয়ে ডাসার থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহামুদ-উল-হাসান জানান, এখন পর্যন্ত আটককৃত স্যারের বৈধ কাগজ পাওয়া যায় নাই, বিধায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।