ধামইরহাট নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ নভেম্বর দুপুর ১২ টায় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক ওহেদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ন কবির, প্রাক্তন সহকারি শিক্ষক কামাল হোসেন, চকমহেশ সপ্রাবির সহকারি শিক্ষক সেলিনা সুলতানা, কৈগ্রাম সপ্রাবির সহকারি শিক্ষক গোলাম মোস্তফা, অমরপুর সপ্রাবির সহকারি শিক্ষক আরিফুল ইসলাম, সাবিনা সুলতানা, জান্নাতুন নাইম, রেবেকা সুলতানা, শারমিন আকতার, অভিভাবক সদস্য রবিউল ইসলাম, সাবেক সভাপতি সাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।