দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্তকর্তা ফিরোজ শাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ।
#