মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
‘সারাবিশ্বে সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার অনুমোদিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল (আইপি) রাজধানী টিভির দ্বিতীয় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার সকালে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম তালুকদার।
রাজধানী টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. উজ্জল হাসান আকন্দের সভাপতিত্বে ও মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. খালেদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি শফিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাভেদ হোসেন ও মিলন খন্দকার, সাহিত্য সম্পাদক উত্তম সরকার, কার্যকরী সদস্য জোবায়দুর রহমান জুয়েল, সাংবাদিম মামুন অর রশিদ মামুন, রাজধানী টিভির গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল আলম সিদ্দিক প্রমুখ।
বক্তারা রাজধানী টিভির সাফল্য কামনা করে দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।