গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা শহরের পৌর পার্ক প্রাঙ্গণে আজ বুধবার সকালে "দেশ আইটি সেন্টার"-এর আয়োজনে একটি ফ্রিল্যান্সার ফলো মিটআপ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জেম আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, এবং স্হানীয় সরকার পৌরসভার উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশব্যাপী প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসছে।
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ বলেন, গাইবান্ধায় ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা বাড়াতে এবং যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও প্রশিক্ষণ ও সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন, যাতে তারা আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের স্থান করে নিতে পারেন।