বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া জেলা প্রশাসকের দুপচাঁচিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময়

গোলাম মুক্তাদির সবুজ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪৭

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত ২৭নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় বলেন, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। উদ্যেক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যেকোনো সিন্ডিকেট ভাঙ্গতে মনিটরিং বাড়াতে হবে। হাইওয়ের পাশে হাট বসানোর সরকারি কোনো বিধান নাই। হাইওয়ের পার্শ্বে হাটবাজার ক্রেতা-বিক্রেতা সবার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ। এক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে হাট অন্যত্র স্থানান্তর করতে হবে। যাটযট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা করতে হবে। এসব সমস্যা সমাধানে স্থানীয়ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুর ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ। মতবিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয় উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com