প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ
আজ সান্তাহার পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফার ১ম মৃত্যু বার্ষিকী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের বাসিন্দা ও পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফার আজ সোমবার ১ম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে বাদ যোহর তার নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর-২৩ ইং সালে বেলা ১টায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে নাতি-নাতনী রেখেগেছেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। ওই দিন বাদ এশা মালশন ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.