নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এমন সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিলেন। একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়। প্রতিশ্রুতি অনুযায়ী এবার সেই চেক বুঝিয়ে দিল বিসিবি।
আজ বুধবার (২০ নভেম্বর) বিসিবি কার্যালয়ে সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন, ফাহিম সিনহা, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার।
গত ৩১ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরে সাবিনা-ঋতুপর্ণারা। একই দিনে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী দলকে অভিনন্দন জানায় এবং ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। বিসিবি সভাপতি বলেছিলেন, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’
এর আগে ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। সেবার মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিসিবি।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।