মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জেনারেল হাসপাতাল চত্বর পরিষ্কারের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান-২০২৪ শুরু হয়েছে।
জেলা প্রশাসকের আয়োজনে বিভিন্ন সংগঠনের সকল ছাত্র একত্রে পরিচ্ছন্ন কর্মসূচি অভিযান পালন করা হয় ।
অভিযানের উদ্দেশ্য জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা, জনগণকে পরিবেশ ও ময়লা আবর্জনা ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথমে হাসপাতাল চত্বরে এ পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়।
এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহির ইমাম।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ফিরাদুল রহমান দিবস।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক তারেক
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরাসহ আরও অনেকে।বক্তারা বলেন, এই অভিযানের মাধ্যমে জেলার পরিবেশ ও জনস্বাস্থ্যের মান উন্নত হবে। গাইবান্ধা সদর হাসপাতাল থেকে শুরু হয়ে এই অভিযান পর্যায়ক্রমে শহরের সড়ক, বাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিচ্ছন্নতার এ কার্যক্রম চলমান থাকবে।