কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্বেচ্ছাসবী সংগঠন লন্ঠনের উদ্যাগে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুধে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরষ্কার,খেলনা সামগ্রী ও খাবার বিতরন করা হয়েছে। পৌরসভার ৩ নং রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে লন্ঠনের সভাপতি সাইফুল আলম সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক বিএম সরোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবিদ শাহরিয়ার পুলক, শামীম, আজাদ, রূপম, আসিফ, শাকিল,সাহেদ,মার্জিয়া। লন্ঠনের সদস্য মাহাবুবা বেনজির বলেন শিশুরা আমদের ভবিষ্যত। তাদের অবহেলার সুযোগ নেই।