মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

কালকিনিতে পোস্টার-ব্যানার অপসারন করলো যুবদল

এইচ এম মিলন,কালকিনি(মাদারীপুর):
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩১

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সারা দেশের মতো মাদারীপুরের কালকিনিতেও দলীয় পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে যুবদল। মঙ্গলবার দিনব্যাপী কালকিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী  শিকদার মামুন, পৌরসভা যুবদলের সভাপতি প্রার্থী কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম হাওলাদার ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে দেখা গেছে। এ সময় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালকিনি উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী  শিকদার মামুন বলেন, পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং বিভিন্ন অসুবিধা হয়। এসব বিষয় চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা কালকিনি উপজেলা  যুবদলের নেতাকর্মীরা দুইদিন ধরে উপজেলা জুড়ে থাকা এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছি। কেউ যদি দলীয় সিদ্ধান্ত না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সহগনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, তারেক রহমানের নির্দেশনা আমাদের অক্ষরে  অক্ষরে পালন করতে হবে। তাই আমরা তার নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে সবসময় প্রস্তুত আছি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com