মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

রাণীনগরে কৃষি কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৬
রাণীনগরে কৃষি কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত
রাণীনগরে কৃষি কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাশিমপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর অংশ হিসেবে সরিষা-বোরো-রোপাআমন ধানের উপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কাশিমপুর ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মাহমুদুল ফারুকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ির অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং ড. মো: আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্বপ্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ। এছাড়াও তেল ফসল উৎপাদন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্তিত ছিলেন।

এসময় বক্তারা বলেন দেশের কৃষি ও কৃষককে যতদ্রুত আধুনিকায়ন করা যাবে তত দ্রুত আমরা আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আর এমন পদক্ষেপ শতভাগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করে কম সময়, পরিশ্রম ও খরচে ফসলের উৎপাদন বৃদ্ধি করে কৃষককে অধিক লাভবান করতে এমন মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভার কোন বিকল্প নেই। মাঠ দিবসে প্রাপ্ত কারিগরী প্রশিক্ষণ সঠিক ভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারলেই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হবে। তাই কৃষি বিভাগ থেকে প্রাপ্ত আধুনিক কৃষি প্রযুক্তিগুলো সঠিক ভাবে প্রয়োগ করতে এবং সেগুলো আশেপাশের কৃষক-কৃষাণীদের মাঝে ছড়িয়ে দিতে আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com