মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪
ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ব্রাজিলে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-২০ সম্মেলনে যোগদানের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
ব্রাজিলিয়ান এই শহরের সামারিটানো হাসপাতালে তার “অস্বস্তি বা অসুস্থতার” চিকিৎসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পৃথক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, “সামান্য অসুস্থতার” পর তিনি প্রেসিডেন্ট পেনার সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, তিনি (প্রেসিডেন্ট পেনা) ভালো আছেন এবং মেডিকেল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এ বিষয়ে আরও তথ্যের জন্য রয়টার্স ওই হাসপাতালটির সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের সেই অনুরোধে সাড়া দেয়নি।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন সান্তিয়াগো পেনা। এরপর একই বছরের ১৫ আগস্ট পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৪৬ বছর বয়সী সাবেক এই অর্থমন্ত্রী।

চলতি সপ্তাহে প্রতিবেশী ব্রাজিলে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com