দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ১৯নভেম্বর মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে একটি ক্লিনিকে ১০হাজার টাকা জরিমানা আদায় এবং দুপচাঁচিয়া পৌরসভার পৌর কর প্রদান না করায় ও ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় থানা বাসস্ট্যান্ড এলাকায় এনামুল হকের মুদি দোকানের ২হাজার ও রাকিব হোসের মুদি দোকানের ৩হাজার টাকা সহ মোট ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুপচাঁচিয়া পৌরসভার প্রশাসক জান্নাত আরা তিথি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, এসআই মোসাদ্দেক সহ সঙ্গীয় ফোর্স।
#