বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনির্বাচিত সরকার ভিন্নদিকে যেতে পারে বলে শঙ্কা ফখরুলের

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩
অনির্বাচিত সরকার ভিন্নদিকে যেতে পারে বলে শঙ্কা ফখরুলের
অনির্বাচিত সরকার ভিন্নদিকে যেতে পারে বলে শঙ্কা ফখরুলের

অনির্বাচিত সরকার ভিন্নদিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সংকট সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দুর্বলতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে পেরেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর রাজনীতিবিদরা হাসিনাকে ধাক্কা দিতে পারেননি। তাকে প্রতিরোধ করতে পারেননি। বহু বছর আন্দোলন হয়েছে, জেলে যেতে হয়েছে কিন্তু স্বৈরাচার হাসিনাকে সরানো যায়নি। কিন্তু ফাইনাল খেলায় ছাত্ররা সবশেষ গোলটা দিয়েছেন।

অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, অনেকে আছেন অভিজ্ঞ, তারা তাদের স্থানে বিজ্ঞ কিন্তু রাজনীতি ও দেশ পরিচালনা রাজনীতিবিদদের কাজ। রাজনৈতিক বিজ্ঞান বলে কথা আছে, এটা খুঁজতে হবে রাজনীতিবিদদেরই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে না। নির্বাচিত সরকার থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। এখন নানা সমস্যা তৈরি হচ্ছে। সাম্প্রদায়িক সমস্যা তৈরি করা হচ্ছে, ফ্যাক্টরি জ্বালিয়ে দেয়া হচ্ছে, সহিংসতা হচ্ছে এর কারণ নির্বাচিত সরকার নেই বলেই৷

মির্জা ফখরুল বলেন, এ সরকার এখনও স্থিতিশীল হয়নি। তাই বার বার বলা হচ্ছে, নির্বাচন দিন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচন এতো তারিখে দিতে হবে সেটা বলছি না, বলছি রোডম্যাপ দিন নির্বাচনের। বিএনপি থেকে যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে, তার যেটা গ্রহণ করা প্রয়োজন তা গ্রহণ করে অগ্রাধিকার দিয়ে সংস্কার করুন।

তিনি বলেন, কথা নাই বার্তা নাই, নানা দাবি দাওয়া তুলছে মানুষ৷ স্বৈরাচার সরকার যখন পায়ের নিচে দাবিয়ে রেখেছিল সবাইকে, তখন এত দাবি কোথায় ছিল? নির্বাচিত সরকার নাই বলেই যত সমস্যা তৈরি হচ্ছে। তাই নির্বাচন দিন, কমিশন সংস্কার করুন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হন্তান্তর করুন৷ সরকারের অনেকেই আছেন, যারা অনেক কথা বলছেন, কথা না বলে নির্বাচনের ব্যবস্থা করুন।

বিএনপি নির্বাচিত হলে একা দেশ চালাবে না, সবাইকে নিয়ে দেশ চালাবে। তাহলে ভয় কেন এ সরকারের? ভিন্ন দিকে যাওয়ার অভিজ্ঞতা আছে বলেই শঙ্কা তৈরি হচ্ছে৷ তাই এ সরকারকে বলছি দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সংকট সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাই।

তিনি ফের বলেন, বিএনপি চায় না শেখ হাসিনা বা আওয়ামী লীগ আবার ফিরে আসুক। তবে রাজনীতিবিদদের অভিজ্ঞতাগুলো শুনে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনে রোডম্যাপ দিন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com