দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলার আয়োজনে ৫ম উপজেলা কাব-ক্যাম্পুরী মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৭নভেম্বর রোববার সন্ধ্যায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা সভাপতি জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা কাব লিডার জিয়াউল হক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার খলিলুর রহমান, বাংলাদেশ স্কাউটস এর উপকমিশনার আঞ্জুমান আরা, কমিশার প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামীম উদ্দিন প্রমুখ। সভা শেষে কাব স্কাউটস এর বিভিন্ন দলের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ কাব-ক্যাম্পুরী মহাতাঁবু জলসায় উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস এর শিক্ষার্থী সহ ইউনিট লিডার, স্কাউটস কর্মকর্তাবৃন্দ ও স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।