পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কাশেম স্যার মেমোরিয়াল স্কুলের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মেধাবী বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কাশেম স্যার মেমোরিয়াল স্কুল ক্যাম্পাস চত্তরে এই সংবধনা ও আলোচনা সভা হয়।
প্রবীণ শিক্ষক ইদ্রীস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল, কাশেম স্যার মেমোরিয়াল স্কুলের পরিচালক এজিএম দেলওয়ার হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,ভাকুরা বালিকা বিদ্যালয়র শিক্ষক সাহাদুল ইসলাম, কেএস কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলে নূর আলম, চন্ডিপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সিনিয়র সাংবাদিক মোকাদেস হায়াত মিলন, অভিভাবক সোহাগ, অত্র স্কুলের প্রধান শিক্ষ প্রমুখ।
আলোচনা শেষে অতিথ বৃন্দ ২০২৩ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।