এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি||বাগেরহাটের ফকিরহাটে একাধিক মাদক মামলার আসামীকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারী মনির শেখ (৪৫) ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকার মৃত হামিদ শেখের ছেলে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে আটক মনির কে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১২ নভেম্বর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বারাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারী মনির শেখকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো দুই মাদক কারবারী পালিয়ে গেছে। তারা হলেন চাকুলী এলাকার রাজন শিকারী এবং একই এলাকার মিরুজুল নিকারী।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মাদক কারবারী তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তারকৃত মাদক কারবারী মনির শেখের বিরুদ্ধে এর আগে থানায় ১৬টি মাদক মামলা আছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। মাদক নিমূল্যে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।