কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান জরুরী এক সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার দুপুরে উপজেলা এসে সাংবাদিকদের ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিতি বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, আমি চেঁচরী রামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না এবং বর্তমানেও কোন পদ পদবীতে নেই। তাই কাঠালিয়া ও ভান্ডারিয়া উপজেলায় যদি আমাকে আমার সম্মতি ছাড়া কোন রাজনৈতিক দলে অন্তভ‚ক্ত করে তা আমার ইচ্ছার বিরুদ্ধে এবং আমাকে বির্তকিত করার জন্য। যদি আমার অজান্তে ও ইচ্ছার বিরুদ্ধে কেউ আমাকে কোন রাজনৈতিক সংগঠনের কোন পদে অন্তভ‚ক্ত করেন তাহলে আজ থেকে আমি নিজ ইচ্ছায় সেই সকল পদ থেকে পদত্যাগ করলাম। তিনি আরও জানান যেহেতু আমি প্রধান শিক্ষক পদে আছি তাই সব সময় সরকারের সকল কর্মসূচি পালন করাই হবে আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।