পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের নব নির্বাচিত "ট্রাস্টি" রনজিৎ কুমার রায়কে সংবর্ধনা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের ব্যানারে মন্দির চত্তরে এই সংবর্ধনা দেওয় হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষাকার্যক্রমের সহকারি পরিচালক ইন্দ্রজীত রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপি কৃষ্ণ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার শীল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিষ্ণুপদ রায়, উপজেলা পূজা উদযাপন ফন্ট এর আহবায়ক রতন শর্মা, সনাতনী চাকুরীজীবী ফোরামের কমলাকান্ত রায়,শিক্ষক মিঠু সহ আরো অনেকে।
এসময় হিন্দু সম্প্রদায়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত বিভাগীয় ট্রাস্টিকে সংবর্ধনা দেন।
উল্লেখ্য, গত ৩ রা নভেম্বর ২০২৪, রাষ্ট্রপতি আদেশক্রমে মো: রুহুল আমিন উপ সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য করা হয় রনজিৎ কুমার রায়কে। উনি ইতিপূবে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুই দুই বারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।