মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

যৌক্তিক সময়ে নির্বাচন দিবে অন্তবর্তী সরকার : মির্জা ফখরুল

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৪
যৌক্তিক সময়ে নির্বাচন দিবে অন্তবর্তী সরকার : মির্জা ফখরুল
যৌক্তিক সময়ে নির্বাচন দিবে অন্তবর্তী সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করি, যৌক্তিক সমযে নির্বাচন দিবে অন্তবর্তী সরকার। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে জাতির সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় আধিপত্যবাদকে রুখে দেবে। আজকের দিনের শপথ, প্রয়োজনে আরও শক্তিশালী আন্দোলন করার।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ফ্যসিবাদী, বিএনপিকে ধ্বংস করতে সবসময় ষড়যন্ত্র করেছে। ৭ শতাধিক নেতাকর্মীকে গুম-খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা।’২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে আরও একবার ফ্যাসিবাদ পরাজিত হয়েছে।

মির্জা ফখরুলের মতে, অন্তবর্তী সরকার তিন মাসে কিছু ভালো কাজ করেছে, তাদের সহযোগিতা করতে হবে। আশা করি, যৌক্তিক সমযে নির্বাচন দিবে অন্তবর্তী সরকার। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে জাতির সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিলো কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট তৃতীয়বারের মতো এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com