মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

মেরে আদালত থেকে বের করে দেয়া হলো আমুর আইনজীবীকে

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৪
মেরে আদালত থেকে বের করে দেয়া হলো আমুর আইনজীবীকে
মেরে আদালত থেকে বের করে দেয়া হলো আমুর আইনজীবীকে

ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার শুনানি চলাকালে আমুর আইনজীবীকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ ঘটনা ঘটে।

এ দিন আদালতে আমুকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলা হয়, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি এই আওয়ামী লীগ নেতা। রহস্য উদ্ঘটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

অপর দিকে আসামিপক্ষ থেকে আমুকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে তার জামিনের আবেদন করা হয়। শুনানিতে আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তাকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী।

এরপর আমু কথা বলতে গিয়ে বলেন, আইনজীবীরা পরস্পর ভাই ভাই। কিন্তু আজ আদালতে যে পরিবেশ আমি দেখলাম, তাতে কিছু বলবো না। যখন পরিবেশ হবে তখন বলবো।
এর আগে, আজ সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমির হোসেন আমুকে নিয়ে যাওয়া হয় আদালত প্রাঙ্গণে।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঝালকাঠির আমুর বাসভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে তার ওই বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৮ আগস্ট ঝালকাঠি-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে তার সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com