ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-ধামইরহাটে টিএমএসএস প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ টায় টিএমএসএস ধামইরহাট শাখা অফিসে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন। সভাপতিত্ব করেন নজিপুর জোনের জোনাল ম্যানেজার মাসুদ জাহেদী। স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র ঋণ (এইচইএম) গ্র্যান্ড সেন্টার টি এম এস এস এর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনের পূর্বে সেবা প্রার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেন বগুড়া টি এম এস এস (পিএইচই এন্ড এসপি) এর ডিডি সাজ্জাদ হোসেন। বিষয়ের উপর আরো বক্তব্য প্রদান করেন রাজশাহীর এডি (ওপি৩) ওয়াহিদুজ্জামান বাবুল, নজিপুর অঞ্চলের আরএইচ আশরাফুল আলম, ধামইরহাট শাখা ব্যবস্থাপক কামাল হোসেন ও প্রোগ্রাম অফিসার সাথী আক্তার। টিএমএসএস এর সদস্যগণ মাত্র ১০ টাকায় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন এবং টি এম এস এস শাখা ব্যবস্থাপকের সুপারিশে টিএমএসএস হাসপাতালে ৩০% ডিসকাউন্টে সেবা পাবেন বলে সদস্যদের অবহিত করেন