মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে: নৌ উপদেষ্টা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮
মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে: নৌ উপদেষ্টা
মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে: নৌ উপদেষ্টা

মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে বলে জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন,দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা হবে আধুনিক ও স্মার্ট সমুদ্র বন্দর।’

বুধবার (৬ নভেম্বর) সকালে মোংলা বন্দর পরিদর্শন শেষে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতেও বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এছাড়া, বন্দরটির সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তের রেল ও নৌ যোগাযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘মোংলা বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। আবার কিছু প্রকল্প ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাতে নেওয়া হয়েছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বন্দরের ড্রেজিং কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জাহাজ, কার্গো, কন্টেইনার, গাড়ি আমদানির বাৎসরিক হিসাব ও বন্দরের সার্বিক কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com