মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া জয়ের পর সাদা বাড়িতে তার যাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হবে। দেশটির অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের লাইভ জানাচ্ছে, ইতোমধ্যে ২৭০টি ভোট পেয়েছেন ট্রাম্প, আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২১৩টি ভোট।
যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক পূর্বাভাসে জানিয়েছে, নির্বাচনে চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।
এদিকে ট্রাম্প জয়লাভ করায় তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদরদপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণে কানায় কানায় পরিপূর্ণ এই জায়গায় তরে তরে ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ তৈরি করা হয়। সূত্র: বিবিসি বাংলা