মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ২৪৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের আর ২৩টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। খবর আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।
আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেটস’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। এরই মধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প।
নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে। এরই মধ্যে দুটিতে জিতে গেছেন ট্রাম্প।