বিএনপি আগামী ৮ নভেম্বর সর্ববৃহৎ র্যালি করে ইতিহাস গড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মানুষের মন থেকে বিগত সরকার মুছে দিতে চেয়েছিল জানিয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এখনও বিভিন্নভাবে একই ষড়যন্ত্র চলছে এবং বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ৮ নভেম্বর হবে ইতিহাসের সর্ববৃহৎ র্যালি যা ইতিহাস গড়বে। জেলা, মহানগর সব পর্যায়ে এই র্যালি অনুষ্ঠিত হবে।
সামগ্রিকভাবে এই র্যালি সফল করার আহ্বান জানান তিনি। সব ষড়যন্ত্র মোকাবেলায় ৫ আগস্টের মতো বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে বলে জানান ডা. জাহিদ।