আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে ডিএফপি তালিকাভুক্ত দিনাজপুর জেলার পাঠক নন্দিত দৈনিক পত্রিকা ‘‘দৈনিক দেশ’মা’’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টায় দিনাজপুরের ফুলবাড়ীস্থ দৈনিক দেশ’মা পত্রিকার প্রধান কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
সভায় দৈনিক দেশ’মা‘র প্রকাশক বিশিষ্ঠ ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ খন্দকার মোঃ মহিব্বুল ইসলাম।
এসময় পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ গুপ্ত, সম্পাদক অহিদুল ইসলাম ডিফেন্সসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার গনমাধ্যমকর্মীসহ সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের অংশগ্রহনে কেক কেটে পত্রিকাটির ৬ষ্ঠতম বার্ষিকী পালন করা হয়।