দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নানা অনুষ্ঠানসূচীর মধ্যে দিয়ে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২নভেম্বর) দুপুরে মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসূচীর মধ্য ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক পরিমল দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, মহাশ্মশান কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সিনিয়র সহসভাপতি এ্যাড. উৎপল কুমার বাগচী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আশরাফ আলী, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, অধ্যক্ষ আবুল বাশার, আনসার ভিডিপি অফিসার লিটন মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীপক কুমার কুণ্ডু, সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা, উপজেলা সুজন এর সাধারণ সম্পাদক আনায়ারুল আজাদ লিটন প্রমুখ। সভা শেষে দু’টি ক্যাটাগরিতে ৬টি পূজা মন্ডপ কমিটির হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।