আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে চাকুরী প্রত্যাশিদের নিকট থেকে চাকুরী দেয়ার প্রলোভনে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়া জালাল হোসেন ওরফে বাবু (৪৬) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন দুপচঁাচিয়া সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাই। আটককৃত জালাল হোসেন ওরয়ে বাবু আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের জাবেদ আলীর ছেলে। গত শনিবার (২ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটে তাকে সাতাহার থেকে গ্রেপ্তার করে আদমদীঘি খানায় সোপদ করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের উক্ত জালাল হোসেন দিনাজপুর জেলার বিভিন্ন থানাসহ বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরী প্রত্যাশি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। এসংক্রান্ত একটি অভিযোগ চাকুরী প্রত্যাশিরা দুপচঁাচিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাইনের নিকট জানান। এমন সংবাদের ভিক্তিতে সেনা সদস্যরা গত শনিবার রাত ৩টা ২০ মিনিটে সাতাহার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জালাল হোসের বাবুকে আটক করে থানায় সোর্পদ করেন। তার নিকট থেকে সেনাবাহিনীর পোষাক জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান জালাল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে াাদালতে পাঠানো হয়েছে।