মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস-মাহিদ্রের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দুই চালকসহ ৯জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। আজ শুক্রবার রাতে উপজেলার কাঠালতলা বাজারের চৌরাস্তা মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকা সুত্রে জানাগেছে, একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে কাঠালতলা বাজার দিয়ে দক্ষিন দিকে যাওয়ার সময় বিপরীতগামী আরেকটি যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মাহিন্দ্র ও মাইক্রোবাস দুমরে-মুচরে যায়। এ ঘটনায় মাইক্রো চালক মোঃ রায়হান(৩০), মাহিদ্র চালক লোকমান(৩৭) ও মোঃ হোসেনসহ(৪২) ৯ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয় স্থানীয় প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান,মাইক্রোবাস ও মাহিদ্রের মুখোমুখির সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছে, তাদের অনেককে আমি চিনিনা তারা অপরিচিত। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মাহমুদুল হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ মোতায়ন রাখা হয়েছে।