দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচঁাচিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে গত ১নভেম্বর শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক যুব র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার রুহুল কুদ্দুস তালুকদার এর সভাপতিত্বে ও উপসহকারী যুব উন্নয়ন অফিসার প্রদ্যুৎকান্তি বসাকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষন অফিসার শহীদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সফল আত্মকর্মী নাজমুল হক রতন, সঞ্চিতা চৌধুরী প্রমুখ। এসময় বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপচঁাচিয়া প্রতিনিধি মেহেদী হাসান সহ উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রশিক্ষনার্থী সফল আত্মকর্মী, যুব সংগঠক ও ঋল গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি প্রাতিষ্ঠানিক ২জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রকল্পধারীর মাঝে ২লাখ৭০হাজার টাকা ঋণের বিতরণ করেন।