গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার ঝিলবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় চড়ে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে জুয়েল গুরুতর আহত হন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।