প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
সান্তাহারে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুদান প্রদান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া জেলা বেবী ট্যাক্সী অটো টেম্পু ও সি,এন,জি শ্রমিক ইউনিয়নের ১৪ জন সদস্যকে মেয়ের বিবাহ (কন্যা অনুদান) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অত্র সংগঠনের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, শ্রমিক নেতা আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, জুয়েল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রমিক সংগঠনের ১৪ জন সদস্যদের মাঝে মেয়ের বিবাহ (কন্যা অনুদান) প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.