বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

মোবাইল ফোনের চাপায় দিনদিন হারিয়ে যাচ্ছে ডাক বাক্সে জমানো প্রিয়জনের লেখা চিঠি 

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৯

 

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি

আধুনিকতার ছোঁয়ায় মোবাইল ফোনের চাপায় হারিয়েছে ডাক বাক্সে জমানো প্রিয়জনের লেখা চিঠি।

তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা…’ বা চিঠি দিও প্রতিদিন চিঠি দিও…

এমন গানের কথার মতো করেই হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে প্রিয়জনের কাছে লেখা হতো চিঠি। আর সেই চিঠি ফেলা হতো লাল রঙের ডাকবাক্সে। সেখান থেকে ডাক হরকরার  হাত ধরে পৌঁছে যেত প্রিয়জনের কাছে। প্রিয়তমার চিঠি, প্রেমিকের চিঠি, মায়ের চিঠি, বাবার কাছে সন্তানের চিঠি। এমনকি দাফতরিক সব দরকারি চিঠি।কিন্তু আধুনিকতার ছোঁয়ায় মোবাইল ফোনের চাপায় হারিয়েছে ডাক বাক্সে জমানো প্রিয়জনের লেখা চিঠি। অযত্ন-অবহেলায় লাল রঙের ডাক বাক্সগুলোও হারিয়েছে তার জৌলুশ। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পোস্ট অফিসের সামনে। গাইবান্ধায় সাতটি উপজেলায় ১১৭ টি পোস্ট অফিস আছে কিন্তু লালরঙের ডাক বাক্সের খোঁজ রাখেনা কেউ।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ট্রেন ধরার জন্য ডাক নিয়ে স্টেশনে আসতো আবার চিঠি নিয়ে গিয়ে সাইকেলে করে বেল বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে চিঠি বিলি করতো।সামান্য মাইনে অন্যের সুখ-দুঃখের ইতি কাথা তার কাধে থাকতো।তবে ভালোবাসার কমতি ছিল না। কথা এক ডাক হরকরার মহব্বরের সাথে, “বাবা আগের মতো আর মনে সুখ নাই।চিঠি ও আসে না, মানুষের সাথে যোগাযোগও কমে গেছে।সাত সদস্যের পরিবার সামন্য বেতনে কোন রকম  সংসার  চলে। আগে চিঠি দিলে ভালোবেসে দু -চার টাকা দিত কিন্তু সে পথটি বন্ধ। মানুষ আর চিঠি দেয় না।”

কাঁধে খাকি রঙের বস্তা নিয়ে গ্রামের পথে ডাক হরকরার ছুটে চলার দৃশ্য এখন আর চোখে পড়ে না। ডাকঘরে খাম, পোস্টকার্ড, ডাকটিকিট থাকলেও তা বিক্রি কমেছে অনেক।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com